পাকিস্তানের বেলুচিস্তানে চলন্ত ট্রেনে হামলা চালিয়েছে জঙ্গিরা। ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে তারা অন্তত ৪৫০ জন যাত্রীকে জিম্মি করে রেখেছে।
মঙ্গলবার সকালে জঙ্গিরা ট্রেনের চালক ও কয়েকজন যাত্রীকে গুলি চালিয়ে আহত করেন। পরে তারা ট্রেনের নিয়ন্ত্রণ নেয়
জিম্মি হওয়া ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিলো।
কয়েক দশক ধরে বেলুচিস্তানের স্বাধীনতা দাবি করা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছেন।
যাত্রীদের নিরাপদে উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বেলুচিস্তান সরকার৷ ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।