পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। শনিবার (১৭ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হরিয়ানার হিসার জেলার বাসিন্দা ও ‘ট্র্যাভেল উইথ জিও’ নামের ইউটিউব চ্যানেলের পরিচালক জ্যোতিকে কৈথল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে হাজির হলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানিয়েছে, জ্যোতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য পাচার করতেন। তার বিরুদ্ধে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
এফআইআরে বলা হয়, জ্যোতি দু’বার পাকিস্তান ভ্রমণ করেন এবং সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একজন পাকিস্তানি কর্মকর্তার ফোন নম্বর ‘জাট রানধাওয়া’ নামে সেভ করে সন্দেহ এড়ানোর চেষ্টা করেছিলেন।
এর একদিন আগেই একই অভিযোগে পানিপথ জেলা থেকে নওমান ইলাহি নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।