পহেলা বৈশাখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানায়, নববর্ষের দিন বিকাল ৫টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্ব সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।