ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা আরও জোরদার করা হয়েছে। তাদের অভিযানে গত রোববার দুই নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোন্দস জামাল মুহাম্মদ শালাবি নামের ২৩ বছর বয়সী ওই নারী শরণার্থী শিবিরে গুলি চলার সময় প্রাণ হারান। এছাড়া, শালাবির স্বামীও গুরুতর আহত হন, তবে তাদের হাসপাতালে নেওয়ার পথে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়তে হয়েছে। ফলে শালাবির গর্ভের সন্তানও মারা গেছে।
রোববার সকালে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের নুর শামস শরণার্থী শিবিরে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে অভিযান চালায়। ওই সময়ে এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলা হয়েছিল এবং নজরদারি বিমানগুলি অত্যন্ত নিচু দিয়ে উড়ে হামলা চালায়।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সংগঠনের তুলকারেম ব্যাটেলিয়ন জানায়, নুর শামস এলাকায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ কিছুটা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত রয়েছে এবং হামলা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।