ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। এর প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও পড়ছে। ফলে এ দুই দেশের দ্বন্দ্ব ক্রমান্বয়ে বৈশ্বিক দ্বন্দ্বে রূপ নিচ্ছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে এক প্রকার হুমকিই দিয়ে বসেছে। তার ভাষ্য পরিস্থিতির প্রয়োজনে তিনি পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না।
গত সপ্তাহে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে। ছেড়ে দেয়নি রাশিয়াও। বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো শহরে নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালায় রাশিয়া।
তারা যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে তা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং এটি পূর্বের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রামটি দখল করতে সক্ষম হয়েছে। ইউক্রেনও পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ন্যাটোর মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ। তারা ইউক্রেনের প্রতি সমর্থন চালিয়ে যাবে।
দাখলাল্লাহ জানান, রাশিয়া ইউক্রেনের সাধারণ নাগরিকদের ও তাদের মিত্রদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, তবে ন্যাটো তাদের অবস্থান থেকে পিছু হটবে না।