নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে পরিবহনমন্ত্রী হিসেবে সাবেক কংগ্রেস সদস্য সোন ডাফিকে মনোনয়ন দিয়েছেন।
ট্রাম্পের পক্ষ থেকে গত সোমবার এই ঘোষণা আসে । সোন ডাফি একসময় মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের নিয়মিত বিশ্লেষক ছিলেন এবং বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপক হিসেবেও পরিচিত ছিলেন।
ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান সরকার ব্যয় কমানোর প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে। এই প্রেক্ষিতে দেয়া ট্রাম্প একটি বিবৃতিতে প্রতিনিধি পরিষদে আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য সোন ডাফির কাজের প্রশংসা করেন ।
পরিবহনমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পর, ট্রাম্প বলেন যে, সোন ডাফি যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু, এবং বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে দক্ষতা, গুণগত মান, প্রতিযোগিতা, এবং সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।
উল্লেখযোগ্য তথ্য:
– সোন ডাফি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত কংগ্রেসের প্রতিনিধি ছিলেন।
– তিনি ফক্স নিউজের পাশাপাশি এমটিভিতে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।
– ট্রাম্প প্রশাসন ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করবেন।