এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আগামীকাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আজ এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান।
তিনি বলেন, শোভাযাত্রা যখন শুরু হয়েছিল, তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। আগে নাম পরিবর্তন হয়েছে এবারও তা হতে পারে। এবার বাঙালিদের শোভাযাত্রা হবে না, সবার শোভাযাত্রা হবে। নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না, কারণ ইউনেস্কো শোভাযাত্রাকেই স্বীকৃতি দিয়েছিল।
এছাড়াও তিনি জানান, সন্ধ্যার মধ্যে হেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে এমন কোন নির্দেশনা এবার থাকবে না।
তবে অনুষ্ঠান কতক্ষণ চলবে এ সংক্রান্ত নির্দেশনা পরে পুলিশের পক্ষ থেকে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।