রাজধানীর কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের বঁটির আঘাতে সীমা আক্তার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নারীর সাথে ইমন হোসেন নামে একজনের পরকীয়া সম্পর্ক ছিল। তিনি ইমনের সাথে দেখা করতে তার বাসায় আসলে সেখানে বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এরই জেরে ইমন বাসায় থাকা বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
চিৎকার শুনে স্থানীয়রা এসে সীমা আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে ইমন হোসেনকে গনপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। সীমা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার রাতে তিনি মারা যান।
নিহত নারীর স্বামীর নাম আক্তার হোসেন। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।