রাজবাড়ীর দৌলতদিয়ায় পাওয়া গেছে পদ্মা নদীর এক কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ। এই মাছ বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার টাকায়।
প্রতিদিনের মতো আজ সকালেও দৌলতদিয়া ঘাট বাজারে বসে রাজবাড়ী জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা মাছের হাট। পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া মাছগুলো এখানে এনে বিক্রি করা হয়। রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত এই ঘাটে প্রতিদিন শত শত যাত্রী ও যানবাহন চলাচল করে। অনেকে পথে যাত্রাবিরতিতে এখান থেকেই কিনে নেন পদ্মার বিখ্যাত তাজা ইলিশ।
আজ এই হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো বিশাল আকৃতির এই ইলিশ মাছটি। মাছটি বিক্রির জন্য তোলা হয় হালিম সরদারের আড়তে। নিলামে সর্বোচ্চ দরদাতা হয়ে মাছটি কেনেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ।
তিনি জানান, “নিলামে আমি সর্বোচ্চ দরদাতা ছিলাম। প্রতি কেজি ৪৬০০ টাকা দরে ৮ হাজার ২৮০ টাকায় ইলিশটি কিনেছি। পরে কুষ্টিয়ার একজন পরিচিত বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করেছি।”