পটুয়াখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ মার্চ) রাতে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামে রিজিয়া বেগম নামের ঐ গৃহবধূকে হত্যা করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী খালেক গাজী সোমবার রাতে তারাবীহ এর নামাজ পড়ে এসে বউকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে তারা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে।