পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে একটি পুকুরে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ শালবাহান এলাকার ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
মর্জিনা বেগম তেঁতুলিয়া সদর ইউনিয়নের পুরাতন বাজার-জিয়ানগর এলাকার প্রয়াত শামসুল হকের স্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে সন্ধ্যার দিকে স্থানীয়রা শালবাহান এলাকার পুকুরে একটি নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে মর্জিনা বেগমের স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন।
স্বজনদের ধারণা, পুকুরের পাশে কাঁচা সড়কের ধারে হাঁটার সময় পা পিছলে মর্জিনা বেগম পড়ে যান এবং পানিতে ডুবে মারা যান। এই ধরনের ঘটনা পূর্বেও ঘটেছিল বলে জানা গেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত নারীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।