পঞ্চগড়ের তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
তীব্র শীতে ঐ অঞ্চলের মানুষদের জুবুথুবু অবস্থা। শীত থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে নিজেদের উষ্ণ করার চেষ্টা করছেন।
শীতে সবচেয়ে কাবু হয়েছেন শিশু ও বৃদ্ধরা। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।
গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে তাপমাত্রাও কমেছে দুই অঙ্ক পরিমাণ।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা।