পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি শীত মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা।
শুক্রবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছে, তাপমাত্রা কমে যাওয়ায় তেঁতুলিয়াসহ পঞ্চগড় অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
গতকাল তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত এই অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা ছিলো। তবে সকালে রোদ উঠায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। গতকাল দুপুরের পর রোদ কমে হালকা কুয়াশা পড়তে শুরু করে। সঙ্গে ছিলো শীতের হিমেল হাওয়া।