দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। উড়োজাহাজটি অবতরণের সময় পাখির সাথে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হয়।
রবিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রুর মধ্যে মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, থাইল্যান্ড থেকে আসা জেজু এয়ারের উড়োজাহাজটি অবতরণের সময় “পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি” দেখা দেয়। এই ত্রুটির ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক দায়িত্ব নেয়ার দুই দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটলো। তিনি দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।