ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি।
দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রাতেই এ কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে৷
ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ইসরইলি বর্বরতার বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে সবাই।
এমনকি জেলা-উপজেলা পর্যায়েও বিক্ষোভ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে৷