সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ ।
শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ম্যাচ।
দ্বিতীয়ার্ধে এসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের ৭৩তম মিনিটে কর্নার কিক থেকে হেডে জালের ঠিকানা খুঁজে পান আশিকুর রহমান। এরপর ৮০তম মিনিটে মানিকের অসাধারণ অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। ২-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি নেপাল। ম্যাচের ৮৭তম মিনিটে একটি গোল শোধ করে তারা। তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি হিমালয়ের দেশটি।
এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে তরুণরা।
অন্যদিকে ‘বি’ গ্রুপের শীর্ষ দল ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার-আপ মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচ শেষে জানা যাবে ১৯ মে’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে।