আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরপরই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
তিনি আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিসংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সম্প্রতি বৈঠক করেছেন ট্রাম্প। এ বৈঠকের ২ দিন পর তিনি এই নির্বাহী আদেশে সই করলেন।
তবে এবারেই প্রথম নয়। এর আগেও আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেছেন, আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেদারল্যান্ডের হেগে অবস্থিত। ১৯৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় আদালত যে সমস্ত বিচারকার্য সম্পাদনে ব্যর্থ সেসব ক্ষেত্রে জঘন্য অপরাধের বিচারের জন্য আইসিসিকে শেষ অবলম্বন হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল।