রাজধানীর ভাটারা থানার একটি হত্যা মামলায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) ঢাকার সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারবিরোধী কর্মকাণ্ড দমনে নুসরাত ফারিয়া আর্থিক সহায়তা দিয়েছিলেন।
এর আগে রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া আদালতে ফারিয়াকে কারাগারে রাখার আবেদন করেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় ফারিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ রয়েছে, তারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। মামলাটি দায়ের করেন এনামুল হক নামের একজন ব্যক্তি।