নীলফামারীর এক কলেজ থেকেই মেডিকেলে চান্স পেয়েছে ৫৩ জন শিক্ষার্থী
চান্সপ্রাপ্তরা সকলে জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।
গতকাল রবিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর এই তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ আজাদ আবুল কালাম।
তিনি জানিয়েছেন, মেডিকেলে চান্সপ্রাপ্তদের মধ্যে ২০ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। গতবছরও আমাদের কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পায়।
তিনি বলেন, উপজেলা পর্যায়ের কলেজ থেকে এমন সাফল্যে আমরা আনন্দিত। শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির কারণেই এরকম ফলাফল আনা সম্ভব হয়েছে।