প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা না পাওয়ায় অসন্তুষ্ট দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন।
বৈঠক শেষ করে মীর্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা। তবে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনে ভোটের কথা বলেছেন তিনি। এতে বিএনপি সন্তুষ্ট নয়।
মীর্জা ফখরুল আশঙ্কা করছেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। সেটি হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
তিনি জানান, বিএনপি ডিসেম্বরেই নির্বাচন চায়।