নির্বাচন নিয়ে দেশে চলছে নানা আলোচনা। সাম্প্রতিক চারজনের এ বিষয়ে করা আলোচিত মন্তব্য নিচে দেয়া হলো:
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই’।
বিএনপির ভাইস চেয়ানম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেয়া হবে না’।
জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা কওে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন’।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জাতীয় নির্বাচন সময় সাপেক্ষ বিষয়। সংস্কার কমিশনের রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সংস্কার পরিধির ভিত্তিতে নির্বাচনের তারিখ স্পষ্ট হবে।