গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নেই। শেখ হাসিনার ফ্যাসিবাদ আমরা ১৬ বছর সহ্য করেছি। এই জুলাই গণঅভ্যুত্থান না হলে আমাদের আরো চার বছর সহ্য করা লাগতো।
সোমবার সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
নুর বলেন, সাম্প্রতিক যে গনঅভ্যুত্থান হয়েছে সেখানে পরিষ্কারভাবে ঘোষণাই ছিল যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
তিনি আরও বলেন, আমাদের সেই নতুন সামাজিক চুক্তি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সামাজিক-রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আমি মনে করি না যে সেটা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে।
নুর বলেন, আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য অন্তবর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন রয়েছে। সেক্ষেত্রে তাদের আগামী বছর কিংবা আরো এক বছর যে সময় লাগে সে সময়টা আমরা দিতে চাই।