প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের কোনো রোডম্যাপ না পাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে বিএনপি।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ এই হতাশার কথা জানান।
তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে হবে। রোডম্যাপ না এলে এই সরকারকে সহায়তা করা অসম্ভব হয়ে যাবে।
তিনি জানান, ২৪ মে বিএনপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেয় এবং নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। পরদিন আরও ২০টি রাজনৈতিক দলের সঙ্গে উপদেষ্টার বৈঠক হয়। কিন্তু উপদেষ্টা পরিষদের পরবর্তী বিবৃতি ছিল অস্পষ্ট ও বিভ্রান্তিকর, যা প্রত্যাশা পূরণে ব্যর্থ।
বিএনপি শুরু থেকে সহায়তা করে এলেও সরকারের নিরপেক্ষতার অভাব জনমনে সন্দেহ তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে তিনি বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ এবং ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।