স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে এবার ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেয়া হবেনা। এ ব্যাপারে বাস মালিকরাও একমত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, এবারও তেমন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনি বেশ কিছু পদক্ষেপের কথা জানান৷ এর মধ্যে উল্লেখযোগ্য, অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে গাড়ি না চালানো, বাসের ভেতরে নিরাপত্তা বলয় তৈরি করা, ফিটনেস বিহীন গাড়িগুলোকে রাস্তায় না নামানো এবং ড্রাইভারের পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা।