গত ৫ আগস্টের পর সবচেয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে পুলিশ। সংকট মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নেয়া হলেও পুরোপুরি স্থিতিশীল হয়নি পরিবেশ।
নতুন দায়িত্ব নেয়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানালেন, পুলিশ ফোর্সকে ওয়ার্কেবল করা, তাদের মনোবলটা ফিরিয়ে আনা, তাদের কর্মস্পৃহা জাগানো এবং মানুষের আরেকটু কাছে নিয়ে আনাই এখন প্রধান চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৫ আগস্টের পর মিথ্যা মামলা কেন্দ্র করে কেউ কেউ বাণিজ্য করেছে স্বীকার করে তিনি বলেন, নিরীহ কাউকে গ্রেপ্তার করা হবে না।
তিনি আরও বলেন, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা কাউকে বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে গ্রেপ্তার করব না।