নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া শর্ত পূরণ না করেও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাক পেয়ছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোবারক হোসাইন ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদের নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গত অক্টোবর মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সেখানে প্রার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.০০ চাওয়া হয়। তবে মোবারক হোসাইনের জিপিএ ৪ এর নিচে।
তবে এই বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ভুল বলছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান। তিনি বলেছেন, আমরা প্ল্যানিং কমিটি বসে মিটিং করেছি। এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমরা রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছি। এখন এটি প্রশাসন দেখবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, এটি আমাদের সিলেকশন বোর্ড দেখবে। বোর্ড যদি দেখে সে (প্রার্থী) কোয়ালিফাই করে না তাহলে বাদ যাবে। প্রত্যেক সময়ই আমরা বোর্ডে চেক করি। তবে প্ল্যানিং কমিটিকে অবশ্যই আমরা শোকজ করবো।
উল্লেখ্য, মোবারক হোসাইন ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।