বাংলাদেশে নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের ৫ হাজারের বেশি টেলিকম সাইট ডাউন হয়ে গেছে। এর ফলে সেবাদান প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে।
শুক্রবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফয়েজ আহমদ আরও জানান, দেশে মোট ৮,২৬২টি মেইনস বিকল হয়েছে, যা মোট সাইটের প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে ৫,৯০৪টি সাইট সম্পূর্ণ ডাউন (৩৫.৮%)। নেটওয়ার্ক সচল রাখতে ৬২৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি পথে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং দেশের সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করেছে। এর প্রভাবে আজ দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।