বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের ছয় জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা- এই ছয় জেলাতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে জানায়, আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীসমূহের পানি আগামী তিন দিন বাড়তে পারে। এসব নদীর পানি বিপৎসীমা ছুঁয়ে ফেলতে পারে বলে জানানো হয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিচু এলাকায় বন্যার ঝুঁকি বেড়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিস্তা নদী সতর্কসীমার কাছ দিয়ে প্রবাহিত হতে পারে। অপরদিকে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও, পদ্মার পানি পরবর্তী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে।
আগামী দুই দিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার দেখা দিতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে, বিশেষ করে রাজশাহী ও রংপুরে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে সব লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে।