অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ নিজ বাড়িতেই ডাকাতের হামলায় আহত হয়েছেন । এসময় তার পায়ে তিনটি গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে । এছাড়া ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার ভোরের দিকে ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়িতে এ হামলার শিকার হোন তিনি।
তার স্বজনরা জানিয়েছে, দু’জন ডাকাত আজাদের বাড়িতে ঢুকে ঘরে ভাঙচুর চালায়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে তারা গুলি করে পালিয়ে যায়। তবে বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত উপস্থিত ছিলো বলে জানিয়েছে তারা।
খবর নিয়ে জানা গেছে, অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।