সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত দুইদিন ধরে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি ভেসে বেড়াচ্ছে। নববধূর সাথে আফ্রিদির বিয়ের সাজে তোলা ছবি নিয়ে চলছে নানান আলোচনা। সত্যিই আফ্রিদি বিয়ে করেছে কিনা তা নিয়ে ছিল দ্বিধাদ্বন্দ্ব। অবশেষে নিজেই নিজের বিয়ের ব্যাপারটি গনমাধ্যমকে নিশ্চিত করলেন আফ্রিদি ।
তিনি জানান, ‘অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে- গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।’
আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। রাইসার বোন নিয়মিত টিকটকে ভিডিও ছাড়েন। এ নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিলো। পরে বিষয়টি পরিষ্কার করে আফ্রিদি জানান, ‘আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’
আফ্রিদি আরও জানান, ‘মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’