নিকাব ও হিজাব পরা ছাত্রীদের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরিচয় শনাক্তের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তাকে বিবেচনায় রাখতে বলা হয়েছে।
বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের সহায়তায় নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা যাবে।
পরিচয় শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতা নিয়েও সভায় আলোচনা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার তামান্না ফাইনাল পরীক্ষার পর হিজাব-নিকাব নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। পরে তিনি এ নিয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কয়েকটি দাবি জানান।
সেগুলো হলো বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শনাক্ত করা, বায়োমেট্রিক পদ্ধতি চালুর পূর্বে পরীক্ষায় নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা এবং পূর্বে যেসব নারী শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্তা করা হয়েছে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা।