চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচেই ধারাবাহিকভাবে জয় পেয়েছে ভারত। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা ।
দিনের শুরুতে টসে জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং অপশন বেছে নেয়। ব্যাটিংয়ে নেমে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ২৪৯ রানেই গুটিয়ে যায় ভারত।
শ্রেয়াস আইয়ার ৭৯ রান এবং অক্ষর প্যাটেল ৪২ রান করে ভারতকে কোনমতে টিকিয়ে রাখে। সেখানে কিছুটা স্বস্তি দেয় কেএল রাহুলের ২৩ এবং হার্ডিক পান্ডিয়ার ৪৫ রানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ৯৩ রানে তিনটি উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে কেন উইলিয়ামসন একাই লড়াই করেন। ২০ বলে ৮১ রান করার পর তিনি ফিরলে কিউইদের ধস শুরু হয়।
বরুণ চক্রবর্তীর লেগ স্পিন নিউজিল্যান্ডকে বিদ্ধস্ত করে ফেলে। তিনি ১০ ওভারে ৫ উইকেট লুফে নেন। অন্যদিকে যাদবও দুটি উইকেট নেন।
সেমিফাইনালে ভারত লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।