নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায় গতকাল রোববার রাতে এক বাংলাদেশি নাগরিক দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মামুনুর রশিদ। তিনি বর্তমানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মামুনুর রশিদের বাড়ি নিউইয়র্কের ওজোন পার্ক এলাকার ১০১ অ্যাভিনিউর ৭৪ স্ট্রিটে। বাংলাদেশে তাঁর পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায়। গতকাল রাত ১১টার দিকে তীব্র তুষারপাতের মধ্যে মামুনুর রশিদ তাঁর বাড়ির সামনে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় মুখোশ পরা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি তাঁর কাছে এসে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মামুনুর রশিদ ভয়ে চিৎকার করলে দুর্বৃত্তটি তাঁকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট অনিক রাজ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর মামুনুর রশিদ রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ঘটনাস্থলে পৌঁছে মামুনুর রশিদকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে।
মামুনুর রশিদের বন্ধু ফাহাদ হোসাইন জানান, হাসপাতালে ভর্তির পর তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং জীবননাশের কোনো আশঙ্কা নেই। তবে এখনও পর্যন্ত দুর্বৃত্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এনওয়াইপিডি সূত্রে জানা গেছে, মামুনুর রশিদের শরীরে দুটি গুলি লেগেছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলে মানুষের চলাচল সীমিত করেছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।