রাজশাহীতে নারী শিক্ষার্থীর সামনে গোপনাঙ্গ নিয়ে অশোভন আচরণ করা ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার ভোরে মাসুদ রানা নামের ঐ ব্যক্তিকে নওগাঁর মান্দা থেকে আটক করা হয়। তিনি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত।
মঙ্গলবার ভুক্তভোগী নারী শিক্ষার্থী ঐ ব্যক্তির ছবি ও ১৪ সেকেন্ডের একটি ভিডিও তার প্রোফাইলে আপলোড দেয়। এর পরপরই ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। সবাই অভিযুক্ত ব্যক্তিকে আটকের দাবি জানান। পরে ঐ ব্যক্তির বাড়িতেও স্থানীয় ছাত্র-জনতা ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘আজ (মঙ্গলবার) পরীক্ষা দিয়ে ইফতারি কিনে বাসায় আসার সময় বর্ণালীর মোড়ে এই জানোয়ারের বাচ্চা আমার সামনে বসে। হাতে কাপড়ের বড় বস্তা ছিল। বারবার আমার পায়ে টাচ হচ্ছিল। ভাবলাম এত বড় ব্যাগ, তাই হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আরও বেশি সমস্যা হওয়ার পর পা সরাতে বলি। তারপর সে নিজের গোপনাঙ্গ নিয়ে অশোভন আচরণ করে। যখন বুঝতে পারে ভিডিও করতেছি, তখনই হাত সরায় নেয়।’
গতকাল রাতে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়ে জানান, ‘যাঁরা এই অবধি আমার খোঁজখবর নিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সেইফলি বাসায় আসছি। যাঁরা জিজ্ঞাসা করতেছেন আমি কিছু করতে পেরেছি কি না, তাঁদের জন্য বলি “না”, আমি তেমন কিছু করতে পারিনি! যাঁরা আমাকে চিনেন, তাঁরা জানেন, আমি ভিতু অনেক। অল্পতে ভয় পাই। ওই ঘটনা ঘটার পর আমার হাত–পা কাঁপছিল। গা ঘিন ঘিন করছিল। দুটি গালি দেওয়া ছাড়া কিছু করতে পারিনি। এই যে সঠিক জায়গায় সঠিক প্রতিবাদ না করতে পারার কষ্ট আমি আজীবন ধরে পেয়ে আসছি। ওই লোকের খোঁজ পাওয়া গেছে। যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ নিব!’