নারীর ক্ষমতায়ন ও সমতার বার্তা বিশ্বে পৌঁছে দিতে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । এ ফ্লাইট পরিচালিত হবে সম্পূর্ণ নারী ক্রুদের দ্বারা।
শুক্রবার (৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শন করে ৮ই মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এই ফ্লাইটের ককপিট এবং কেবিন ক্রু সকলে হবেন নারী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দিবেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাবাসসুম।
৮ মার্চ বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি জানায়, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।
বিশ্বজুড়ে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য “সমতার পথে এগিয়ে চলি”।