নাইকো দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল আসামি।
বুধবার সকালে এ রায় দেন কার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম।
চিকিৎসা নিতে খালেদা জিয়া লন্ডনে থাকায় তার পক্ষে আদালতে আজ উপস্থিত ছিলেন তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া।
রাজনৈকভাবে হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়েছে বলে রায়ের পর্যবেক্ষণ মন্তব্যে জানিয়েছেন আদালত।
এই মামলায় খালাস পাওয়া অপর সাত আসামি হলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক এবং নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।