২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বাজেটের অর্থবরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।
স্বাধীনতার পর থেকে প্রতিবছরই বাজেট সম্প্রসারিত হয়ে আসছে। এটাই প্রথম বাজেট যেখানে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় বরাদ্দ কমা রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত।
আজ সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাজেট ঘোঘণা করা হবে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করবেন।
নতুন বাজেটে আমদানি শুল্ক, ভ্যাট ও উৎসে কর কমানো হয়েছে। এ বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে: এলএনজি, জ্বালানি তেল, চাল-আলু-পিঁয়াজসহ ৩০টির বেশি কৃষিপণ্য, চিনি, ক্যান্সারের ওষুধ, সফটওয়্যার ও বিদেশি জুস।