গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ রাত ৯টায় ভাষণ দেয়ার কথা রয়েছে। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিভিন্ন সংগঠন।
একইসাথে শেখ হাসিনার ভাষণ যেন গণমাধ্যমে প্রচার করা না হয় তা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন।
এদিকে রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই।
আজ রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ এ বিক্ষুব্ধ জনতা উপস্থিত হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হচ্ছে। কোথাও কোথাও আগুণ দেয়া হচ্ছে।
ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল করার ঘোষণাও দিয়েছেন কেউ কেউ। এই ঘটনায় সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে দেয়া পোস্টে লিখেছেন, ‘উৎসব হোক!’ অন্যদিকে, হাসনাত আব্দুলাহ লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’