রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় র্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ২৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। তবে পুলিশের তাৎক্ষণিক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৫টার দিকে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অভিযান চালানোর কথা বলে ২০-২৫ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তাদের মধ্যে অন্তত ১০ জন র্যাবের পোশাক পরা ছিল।
বাসার মালিক সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় নির্মাণ শ্রমিকদের সহায়তায় চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—ফরহাদ বীন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহম্মেদ (২৩) ও ওয়াকিল মাহমুদ (২৬)।
এ ঘটনায় অলংকার নিকেতনের মালিকের ভাগিনা তৌহিদুল ইসলাম লিমন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন। পুলিশের মতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের চিহ্নিত করার কাজ চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের পুরো চক্রের তথ্য বের করার চেষ্টা চলছে।