নারায়ণগঞ্জে ধর্ষণবিরোধী মশালমিছিল শেষে বাড়ি ফেরার পথে অপূর্ব (২৫) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলার চাষাঢ়ার বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম জানিয়েছেন, ধর্ষণবিরোধী মশালমিছিল শেষ করে বাড়ি ফেরার পথে চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তাকে একজন ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাত করা এক যুবককে স্থানীয়রা আটক করে । এসময় তাকেও মারধর করা হয়। পরে তাকে আটক করা হয়।