ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা ।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৭টায় রোকেয়া হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে আসে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর ও বিগত বছরগুলোয় যারা ধর্ষণের জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
এসময় শিক্ষার্থীদের উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঙ্গ দ্যা রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে ফারজানা আক্তার আরজু নামে এক শিক্ষার্থী বলেন, মাগুরায় ওই শিশুর সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটিতে দুই পুরুষ ও এক নারী জড়িত। এই ধর্ষকদের আমরা প্রকাশ্য ফাঁসি চাই। যে মহিলা সহযোগী ছিল, তারও ফাঁসি চাই। ধর্ষণ প্রমাণিত হলে, তার একমাত্র শাস্তি হবে প্রকাশ্য ফাঁসি। আমরা আর গ্রেপ্তার গ্রেপ্তার নাটক দেখতে চাই না। শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না।
তিনি বলেন, আমরা প্রশাসনকে সতর্ক করতে চাচ্ছি। বিগত বছরগুলোয় যতগুলো ধর্ষণ হয়েছে, সবগুলোর বিচার করতে হবে। সরকার যদি একটা ফাঁসি দেয়, তাই দৃষ্টান্ত হয়ে যাবে।
হলের অন্য এক শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, আমরা ধর্ষকদের স্থায়ী শাস্তি চাচ্ছি। আমরা যদি বাইরে বের হই এবং আমাদের যদি নিরাপত্তাই না থাকে, তাহলে এই রাষ্ট্র আমাদের কী দিচ্ছে? সরকারের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। আইন-শৃঙ্খলা উন্নত করা। ধর্ষকদের এমন শাস্তি দেওয়া যেন অন্য কেউ পুনরায় সেরকম চেষ্টাও না করতে পারে।