গত ২৪ ঘণ্টায় দেশে ৪০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।
মঙ্গলবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জনে।
গতকাল সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সুস্থ হয়েছেন ২ জন। এ নিয়ে আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হওয়া মোট ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জনে।
এ সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৯৯ জনেই রয়েছে।