দেশে একবছরে বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ৩০ হাজার। বর্তমানে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। যা পূর্বের বছরে ছিলো ২৪ লাখ ৯০ হাজার।
রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.৪৯ শতাংশ। যা আগের বছর ছিলো ৪.০৭ শতাংশ।
এছাড়া, কর্মজীবীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। একবছরে কর্মজীবীর সংখ্যা ৩৫ লাখ কমেছে। ফলে দেশে কর্মজীবীর সংখ্যা ছয় কোটি ৭৫ লাখ ১০ হাজার। যা গত বছর একই সময়ে ছিলো সাত কোটি ১০ লাখ ১০ হাজার।