দেশে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ইতোমধ্যেই হিমেল হাওয়া বইতে শুরু করেছে। আজ রাজধানীতে এখন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। বেড়েছে শীতল বাতাসের প্রবাহ।
এদিকে আগামীকাল সারাদেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস কমে যেতে পারে। এতে উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, হিমেল হাওয়ার প্রবাহ শক্তিশালী হতে পারে। কুয়াশা নেমে যাওয়ায় বেশি মাত্রায় শীত অনুভূত হতে পারে। আগামী ২ দিন তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। থাকতে পারে ১৪ জানুয়ারি পর্যন্ত।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে এক থেকে তিনটি। এ মাসেই এক-দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজকে জানানো হয়েছে, পশ্চিম /উত্তর—পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮—১২ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কমে যেতে পারে।