দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।১০৭ জনের নমুনা পরীক্ষা করে এসব রোগী শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
বুধবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ২ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে। আর দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখনও ২৯ হাজার ৫০০ জনেই স্থির রয়েছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ এবং সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।
সংক্রমণ রোধে ১১ দফা নির্দেশনা
করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন করে ১১ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।
নতুন ১১ দফা নির্দেশনাগুলো হলো:
১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন
২. শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন
৩. হাঁচি/কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন
৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন
৫. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না
৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন
সন্দেহভাজন রোগীদের জন্য করণীয়:
১. জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন
২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন
৩. রোগীর সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন
৪. প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) নাম্বারে যোগাযোগ করুন।