জাতীয় ভোটার দিবস উপলক্ষে ২০২৪ সালের ভোটার তালিকার হালনাগাদ তথ্য আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা মনে করি, ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি।
জাতীয় ভোটার দিবসের এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’। ২০১৮ সাল থেকে প্রতি বছর ২ মার্চ ভোটাধিকার নিয়ে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হচ্ছে।