লটারির ভিত্তিতে স্কুলে ভর্তির প্রতিবাদে আসাদগেট এলাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবরোধের দেড় ঘন্টা পর রাস্তা ছেড়ে দেয় তারা।
রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ‘লটারি প্রথা নিপাত যাক, দেশের মেধা মুক্তি পাক’ বলে শ্লোগান দিতে শোনা গেছে। এসময় বিক্ষোভের কারণে রাস্তায় যানজট দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার পর শিক্ষার্থীদের বোঝানো হলে তারা রাস্তা ছেড়ে দেয়।