মেট্রোরেল কর্মীরা কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে।
সকালে প্রায় দেড় ঘণ্টা টিকিট ছাড়াই মেট্রোরেল চলছিল। কর্তৃপক্ষ যাত্রীদের ভোগান্তি এড়াতেই মূলত টিকিট ছাড়া ভ্রমণের অনুমতি দেয়। কর্মবিরতি প্রত্যাহার করায় টিকিট ব্যবস্থা পুনরায় চালু হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে এমআরটি পুলিশের সদস্যরা শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কর্মবিরতির ঘোষণা করেছিলো।
কর্মবিরতি পালনকারীদের দাবিগুলো ছিলো অভিযুক্ত পুলিশ সদস্যকে বরখাস্ত করা, তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, অনুমতি ব্যতিত স্টেশনের পেইড জোনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।