আজ দূষিত বায়ুর শহর হিসেবে ঢাকার অবস্থান বিশ্বে শীর্ষে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সোমবার সকালে দূষিত বায়ুর শহর নিয়ে যে তালিকা দিয়েছে তাতে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৫২। যাকে মানের ধরণ হিসেবে খুবই অস্বাস্থ্যকর বলা হচ্ছে। ঢাকার পরের অবস্থানে রয়েছে নয়াদিল্লি এবং বায়ুর মান ২৪৩। এর পরের অবস্থানে ভিয়েতনামের হ্যানয়।
গতকাল ঢাকার সবচেয়ে দূষিত ১০টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ।
বায়ু অত্যধিক দূষিত থাকায় বেড়েছে বায়ুজনিত রোগের পরিমাণ। বাড়ছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও।