রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। যে ছুড়ি দিয়ে সন্তানকে হত্যা করেছেন একই ছুড়ি দিয়ে ঘাতক বাবা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে হতাশায় পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন তিনি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পল্লবীর বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
সাত বছর ও চার বছর বয়সী ঐ শিশু দুটির নাম বিজয় ও মুসা। শিশু দু’টির বাবার নাম মো. আহাদ। তিনি এখন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই সন্তানকে গলা কেটে হত্যার পর একই ছুড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাদের বাবা আহাদ। স্থানীয়রা শিশুদুটিকে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান জানান, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। ঠিক কি কারণে বাবা আহাদ এই ঘটনা ঘটালেন তা খুঁজে বের করার চেষ্টা চলছে।